শিরোনাম

লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক : যে টেস্টে বাংলাদেশ সবচেয়ে দুর্বল সেই সিরিজই ড্র করেছে। প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে। আর ওয়ানডে ফরম্যাটে টাইগারদের গায়ে তো ‘শক্তিশালী’ তকমা লেগেছে। সুতরাং ২৫ মার্চ থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আগ্রাসী মন্তব্য করলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানানা, লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে মুখিয়ে আছে মাশরাফি বাহিনী। সেই সঙ্গে টার্গেট থাকবে ৩-০ ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করা।

ড্যাশিং এই ওপেনার নিউজিল্যন্ড সফর থেকেই ফর্মে ফিরেছেন। শ্রীলঙ্কা সফরে তো তার দুর্দান্ত ফর্ম। সুতরাং তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামছেন এত সন্দেহের কোনো অবকাশ নেই। শুধু হাফ সেঞ্চুরি করার পর তিন অংকে যাচ্ছে না স্কোরটা। এই সমস্যাটা সমাধানে কঠোর অনুশীলন করছেন এই তরুণ। তাই ওয়ানডে সিরিজে নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী সৌম্য। তবে আলোচনায় উঠে এল দলের প্রসঙ্গ।

সৌম্য বললেন, “সব সময়ের মতোই সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমরা যেভাবে খেলছি, তাতে আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমরা চাইবো তিনটি ম্যাচেই ফল নিজেদের পক্ষে আনতে। ”

ওয়ানডে সিরিজ সামনে রেখে কঠোর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ১৬টি ওয়ানডে খেলে ১টি মাত্র ওয়ানডেতে জয় পেয়েছে টাইগাররা। সিরিজ জেতার তো প্রশ্নই আসে না। কেবল ২০১৩ সালে শ্রীলঙ্কাতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল। তবে সেই শ্রীলঙ্কা আর এই শ্রীলঙ্কা এক নয়। তাই সাহস পাচ্ছে বাংলাদেশ। অনুশীলন শেষে ঘর্মাক্ত দেহে সৌম্য সরকার জানালেন, তার বিশ্বাস, এই কঠোর পরিশ্রমের ফল মিলবে ওয়ানডে সিরিজে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*