নিউজ ডেস্ক॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি, সুষ্ঠু নির্বাচন ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৪ঠা অক্টোবর (বৃহ¯পতিবার) চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। আজ শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির কথা জানান মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন। সমাবেশের জন্য আবেদন করা হলেও এখনও অনুমতি পায়নি বলেও জানান তিনি। ডা. শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি একটি বৃহৎ দল হলেও কোনো ধরনের কর্মসূচি করতে অনুমতি দিচ্ছে না প্রশাসন। অথচ ছোট দলের কর্মসূচিতে সহজেই অনুমতি দিচ্ছে। এমনকি তাদের নিরাপত্তাও দেয় পুলিশ। আগামী ৪ঠা অক্টোবর লালদীঘি ময়দানে আমরা সমাবেশ করব। আশা করি পুলিশ আমাদের সহযোগীতা করবে।
Be the first to comment on "লালদীঘি ময়দানে সমাবেশের ঘোষণা চট্টগ্রাম বিএনপির"