সালাহউদ্দিন রাজন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশী পিস্তলসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমানের নের্তৃত্বে সংগীয় এসআই সুমন হাওলাদার, এসআই ইলিয়াস হোসেন ও প্রয়োজন সংখ্যক ফোর্স নিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সোয়া ২ টার দিকে পৌর শহরের কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বাবুল ও তার ভাই বিপুলকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধলা বাবুলের নামে ১৪টি মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে। উভয়ের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
লোহাগড়ায় বিদেশী পিস্তল-গুলিসহ দু’ভাই গ্রেফতার

Be the first to comment on "লোহাগড়ায় বিদেশী পিস্তল-গুলিসহ দু’ভাই গ্রেফতার"