নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল চারটায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জয়পুর আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শেখ সিহানুক রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, শিকদার আজাদ রহমান, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন ও মুক্তিযোদ্ধা সাইফুল রহমান হিলু । বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সৈয়দ মশিয়ুর রহমান, সৈয়দ ফয়জুল হক রোম, লে.কমান্ডার (অব:) এএম আব্দুল্লাহ, রাশিদুল বাসার ডলার, এ্যাডভোকেট কাজী বশিরুল হক, শেখ সুলতান মাহমুদ বিপ্লব, খান এ কাইয়ূম চুন্নু, সাজ্জাদ হোসেন মুন্না, জাকির হোসেন, সৈয়দ শরিফুল ইসলাম সরু, আসলাম হোসেন টুটুল, মুন্সি শরীফুল ইসলাম, ওহিদ সরদার, আজিজুর রহমান আরজু, চেয়ারম্যান আবুল কালাম আজাদ (পাখি), মোস্তফা কামাল, মতিয়ার রহমান, নজরুল সিকদার, খান তসরুল ইসলাম, নাজমুল হাসান টগর ও দাউদ হোসেন, প্রমুখ। এ সময় অধিকাংশ ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। আগামী ২৭ অক্টোবর লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা হয়ে পড়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত"