নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট প্রদান ও ফাঁসির দাবীতে বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান, মামলার বাদী শেখ সাইফুর রহমান হিলু, নিহতের স্ত্রী ও দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আব্দুল হাই, জেলা ওয়ার্সকার্স পাটির কৃষক সমিতির সভাপতি মনিউর রহমান জিকু, উপজেলা যুব মৈত্রীর সাধারন সম্পাদক সমির বিশ্বাস ও পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশকে দিবালোকে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে । এ ঘটনায় নিহতের ভাই সাইফুর রহমান হিলু বাদী হয়ে ১৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । ঘটনার প্রায় ৮মাস অতিবাহিত হলেও চুড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) প্রদান না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঞ্চল্যকর এ মামলার তদন্ত নিয়ে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে । সমাবেশ শেষে পলাশ হত্যাকারীদের ফাঁসির দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় । পরে একই দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী সাইফুর রহমান হিলু।
Be the first to comment on "লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পলাশ হত্যা ॥ আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত"