নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার (৩১অক্টোবর) শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৪’শ ৯৯। প্রদত্ত বৈধ ভোট ১০ হাজার ১’শ ২৪। অবৈধ ( বাতিলকৃত) ভোট ২’শ ৪১। বৈধ ভোট ৯ হাজার ৮’শ ৮৩। চেয়ারম্যান পদে খাঁন তসরুল ইসলাম নৌকা প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। আ’লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদে খাঁন তসরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৫২ ভোট, বিএনপি মনোনীত কাজী সুলতানুজ্জামান সেলিম (ধানের শীষ)২’শ ৪৩, জাতীয় পার্টি মনোনীত আলমগীর হোসেন (লাঙ্গল) ১০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লুলু (চশমা) ৪ হাজার ৩’শ ৩১ ভোট, খন্দকার রেজোয়ান আলী (মটরসাইকেল) ২’শ ১৬, ও মুন্সি আব্দুস ছালেক (অনারস) ৬১ ভোট পেয়েছেন। এছাড়া সাধারণ সদস্যপদে ৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় আনছার ও পুলিশের পাশাপাশি র্যাব,বিজিবি এবং সাদা পোশাকের পুলিশ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য গত (৪ জুন) ৬ষ্ঠ ও শেষ ধাপে শালনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা সক্রান্ত জটিলতার কারনে হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত ছিল।
লোহাগড়ায় ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থীর বিজয়

Be the first to comment on "লোহাগড়ায় ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থীর বিজয়"