নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় বুধবার (৪জুলাই) রাতে ৫পিচ ইয়াবাসহ একজন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে লক্ষীপাশা চৌরাস্তায় অবস্থিত ঢাকা কাউন্টারের সামনে থেকে ৫পিচ ইয়াবাসহ উপজেলার ধলইতলা গ্রামের মৃত ইলিয়াছ মোল্যার ছেলে সৈকত মোল্যা (২১)কে হাতেনাতে আটক করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস,আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়ায় ইয়াবাসহ যুবক আটক

Be the first to comment on "লোহাগড়ায় ইয়াবাসহ যুবক আটক"