নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান ও পৃরস্কার বিতরণী (২৪মার্চ) শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমানের পরিচালনায় বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি শেখ মাহাবুবুর রহমান’র সভাপতিত্বে বিেেশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ও ১০ম সংসদের নড়াইল-২ আসনের মনোনয়ন প্রাপ্ত ত্যাগি নেতা এস এম আসিফুর রহমান (বাপ্পি),ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, ইতনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কাজী আকবার হোসেন ও বিশিষ্ঠ সমাজ সেবক শাহরিয়ার আলম ডালিম। এসময় বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্য, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গনমাধ্যম কর্মিসহ ইতনা ইউনিয়নের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন,বিদ্যালয়ের নিরাপত্ত্বা বেষ্টুনি নির্মাণে তিনি আর্থিক সহযোগীতা করবেন। পরে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্ক্রার বিতরণ করেন।
Be the first to comment on "লোহাগড়ায় উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন"