নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড় দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার (৩১ মার্চ) বিকালে সিঙ্গা ও মশাঘূনী যুব সমাজের উদ্যোগে তরিকুল ইসলাম ডাকুর পরিচালনায় সিঙ্গা- মশাঘূনী খোলা মাঠে অনুষ্ঠিত ঘোড়াদৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ বুলবুল আহম্মেদ। সিঙ্গা ও মশাঘূনী গ্রামের ঘৌড়দৌড় মাঠে শত শত বছরের পূর্বে চালু গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে প্রায় ২০টি ঘোড়া নিয়ে প্রতিযোগিরা উপস্থিত হন মাঠে। প্রতিবছর পৌষের শেষে ওই গ্রামে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় যশোর জেলার অভয়নগর উপজেলার শহিদ এর ঘোড়া ১৫ পয়েন্ট পেয়ে প্রথম, মাগুরার হাবিবুর রহমানের ঘোড়া ১৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয়, লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের শিমুলের ঘোড়া ৯ পয়েন্ট পেয়ে তৃত্বীয়, জেলার হবখালির হাবিবুর রহমানের ঘোড়া ৮ পয়েন্ট পেয়ে চতুর্থ ও যশোরের কুদ্দুস এর ঘোড়া ৭ পয়েন্ট পেয়ে ৫ম স্থান অধিকার করেছেন।
প্রতিযোগিতা শেষে প্যানেল মেয়র মোঃ বুলবুল আহম্মেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিমনা ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ কুতুব আলী,হিরু মোল্যা,মনিরুজ্জামান শেখ,মোরশেদ শিকদার,আকতার সরদার, সাবু শেখসহ অনেকে। রাতে সিঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে “করচা” গানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এ অনুষ্ঠান উপভোগ করেন।
লোহাগড়ায় ঐহিত্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

Be the first to comment on "লোহাগড়ায় ঐহিত্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত"