নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদার সাথে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার বিকালে পৌর আ’লীগের উদ্যোগে লক্ষীপাশা আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটমূলে লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমীনের সভাপতিত্বে আব্দুল হাই সরদারের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান,সহ-সভাপতি এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী, আজাদ শিকদার, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার, কাশিপুর ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান ও ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ সিহানুক রহমানসহ অনেকে। সভায় বক্তারা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানান।
Be the first to comment on "লোহাগড়ায় গণহত্যা দিবস পালিত"