নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বুধবার (২৬ এপ্রিল) বিকালে ৬০ গ্রাম গাঁজাসহ দু’জন মাদক সেবন কারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে লোহাগড়া থানার এস আই কে এম জাফর আলীর নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্বপাড়া চৌরাস্তা সংলগ্ন টিনশেড মসজিদের পাশর্^ হতে কুমড়ি পূর্বপাড়ার শেখ ওবায়দুর রহমানের ছেলে বিপুল শেখ (৩০) ও নড়াগাতী থানার মাউলি গ্রামের শেখ মনা মিয়ার ছেলে ভূট্ট্রো শেখ (৩০) কে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় গাঁজাসহ আটক-২"