নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় চাচই-ধানাইড় গ্রামে আবুল হোসেন’র বসতবাড়ির বেড়া ভেঙ্গে ফেলাসহ গাছের চারা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা থানায় মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় (সিডি) গ্রামের ৭২ নং চাচই-ধানাইড় মৌজার ৬৮০ নং খতিয়ানের হাল দাগ ৮২৬ ও ৮২৭, জমির পরিমান ১ একর ২৩ শতক। জমির ক্রয়সহ পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৩ শতক জমির মালিক ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মৃত শফিজ উদ্দিন ছেলে বাচ্চু শেখ’র নেতৃত্বে তার ভাই ফরিদ, রাসেল, তহিদ শেখ ও কালুসহ ৮/১০ জন দুর্বৃত্ত গত বুধবার (৪মার্চ) গভীর রাতে বাড়ির সীমানার বেড়া ভেঙ্গে মেহগনি ও আম গাছের চারা কেটে দিয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে তিনি দাবী করেন। এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে বাচ্চু শেখসহ ১০জনকে আসামী করে লোহাগড়া থানায় শনিবার একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৪, তারিখ ৭মার্চ,২০২০ইং।
অভিযুক্ত বাচ্চু শেখসহ অন্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা টিনের বেড়াসহ গাছ কেটেছে, তা তিনি জানেন না।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় গাছের সাথে শত্রুতা ! থানায় মামলা"