শিরোনাম

লোহাগড়ায় গৃহবধূকে ধর্ষণ,ধর্ষক আটক

লোহাগড়ায় গৃহবধূকে ধর্ষণ,ধর্ষক আটক

রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার চাকুলিয়া গ্রামের স্ত্রীকে নিয়ে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামে মুজিবর রহমানের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। গত শনিবার রাতে স্বামী বাসায় না থাকায় বাড়ীর মালিক মুজিবর রহমানের ছেলে সজিব শেখ (২৭) ও তার মামাতো ভাই নাসির (২৫) মিলে অস্ত্রের মুখে ওই স্ত্রীকে (২২) একা পেয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন জায়গায় কামড়িয়ে আহত করে। ধর্ষণের বিষয়টি কাউকে না বলার জন্য ধর্ষকরা হুমকি দেয়। ঘটনার চারদিন পর বিষয়টি তার স্বামীকে জানালে তিনি গত বুধবার লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ধর্ষক সজিবকে আটক করেন। বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষক সজিবকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় গৃহবধূকে ধর্ষণ,ধর্ষক আটক"

Leave a comment

Your email address will not be published.


*