নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান রুনু ও সদস্য সচিব আক্তারুজ্জামান। যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা ছরোয়ার, লুৎফর মন্ডল, অলিয়ার রহমান, ফরিদুজ্জামান, জিবিস্ক ও বসির আহম্মেদ ছোটন। নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি শরীফ মুনির হোসেন (১১মার্চ) উক্ত কমিটির অনুমোদন দিয়েছেন। নব গঠিত কমিটির আহবায়ক সাজ্জাদুর রহমান রুনু ও সদস্য সচিব আক্তারুজ্জামান বুধবার (১৫মার্চ) দুপুরে স্থানীয় একটি হোটেলে এক মত বিনিময় সভার আয়োজন করেন। সভায় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Be the first to comment on "লোহাগড়ায় জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন"