নিউজ ডেস্ক ॥ “শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুত” এ পতিপাদ্যকে সামনে নিয়ে লোহাগড়া পল্লী বিদ্যুত সমিতি-২ এর উদ্দ্যোগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর), জাতীয় বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে।
এ উপলক্ষে লোহাগড়া উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা পল্লী বিদ্যুত সমিতির সাব-জোনাল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমএম আরাফাত হোসেন, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আল হেলাল মিয়া, লক্ষীপাশা বণীক সমিতির সাধারন সম্পাদক বিএম লিয়াকত হোসেন,ও লক্ষীপাশা সাব-জোনাল কার্যালয়ের এজিএম (ওএন্ডএম) শরীফুল ইসলাম,প্রমুখ।
লোহাগড়ায় জাতীয় বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ পালিত
![](https://www.newsalline24.com/wp-content/uploads/2018/09/alline24-bidut-pic-777x437.jpg)
Be the first to comment on "লোহাগড়ায় জাতীয় বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ পালিত"