নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনায় সোমবার (২জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৩জন আহত হয়েছে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছেন।
সরেজমিন ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার মানিকগঞ্জ বাজারের ব্যাবসায়ী কাজী শরীফুল ইসলাম লাবু,এবং নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান ও মানিকগঞ্জ বাজার বণীক সমিতির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম কালুর মধ্যে সোমবার বিকাল ৪টার দিকে অপর ব্যাবসায়ী রামকান্তপুর গ্রামের সৈয়দ আশরাফ আলীর ছেলে বেলায়েত হোসেনের সরকারী ওয়াফদার জায়গায় দোকানঘর নির্মাণ নিয়ে লাবুর দোকানের সামনে বাকবিতন্ডা হয়। তার জের ধরে জাহিদুল ইসলাম কালু পক্ষিয় লোকজন রাত সাড়ে ৮টার দিকে লাবুর দোকানঘরে এসে বিষয়টি নিয়ে শোনামেলা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। তার এক পর্যায় উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কাজী শরীফুল ইসলাম লাবু ও আড়পাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে হাফিজুর রহমান মোল্যা গুরুত্বর আহত হয়। পরে লাবু পক্ষিয় লোকজন চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালুকে বেধড়ক পিটিয়ে জখম করে। রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসি আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছেন। জাহিদুল ইসলাম কালুকে, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকায় প্রেরন করা হয়েছে।
সংবাদ পেয়ে সংগীয় ফোর্স নিয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় চেয়ারম্যানসহ আহত-৩

Be the first to comment on "লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় চেয়ারম্যানসহ আহত-৩"