নিউজ ডেস্ক ॥‘নিজের কল্যাণের জন্যই দুর্নীতিমুক্ত থাকবো’Ñএই প্রতিপাদ্য সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সাংবাদিক আসাদুর রহমানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীত দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল গাফ্ফার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোসাঃ লুৎফুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান, ডাক্তার আবুল হাসনাত, মোহাইমিন জিসান, অবসরপ্রাপ্ত শিক্ষক বালা কমল কৃষ্ণ প্রমুখ।
Be the first to comment on "লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা"