শিরোনাম

লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক ॥‘নিজের কল্যাণের জন্যই দুর্নীতিমুক্ত থাকবো’Ñএই প্রতিপাদ্য সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সাংবাদিক আসাদুর রহমানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীত দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল গাফ্ফার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোসাঃ লুৎফুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান, ডাক্তার আবুল হাসনাত, মোহাইমিন জিসান, অবসরপ্রাপ্ত শিক্ষক বালা কমল কৃষ্ণ প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা"

Leave a comment

Your email address will not be published.


*