শিরোনাম

লোহাগড়ায় দুস্থ্যদের মাঝে শিল্পপতি হিমুর শাড়ি-লুঙ্গি বিতরণ

লোহাগড়ায় দুস্থ্যদের মাঝে শিল্পপতি হিমুর শাড়ি-লুঙ্গি বিতরণ

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় ৪ হাজার গরীব ও দুস্থ্যদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও আ’লীগ নেতা শেখ আমিনুর রহমান হিমু । সোমবার (১৯জুন) দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের কমিশনার কাজী সুলতান মাহমুদ বিপ্লব, কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখ, লক্ষীপাশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বি এম লিয়াকত হোসেন,এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউপি সদস্য মোঃ শাহিদুল ইসলাম, সাদিয়ার রহমান, আলমগীর হোসেন, মহিলা সদস্য হাজেরা বেগম, মর্জিনা বেগম, , এ্যাডঃ জাহিদুল ইসলাম,জেলা ছাত্রলীগ নেতা হোসেন শেখ প্লান প্রমুখ। পরে শেখ আমিনুর রহমান হিমু গরীব ও দুস্থ্যদের মাঝে শাড়ি-লুঙ্গি ও উপস্থিত লোকজনদের মাঝে নগদ টাকা বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় দুস্থ্যদের মাঝে শিল্পপতি হিমুর শাড়ি-লুঙ্গি বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*