শিরোনাম

নড়াইলে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত

লোহাগড়ায় নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী মারিয়া বিজয়ী

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন রোববার (১৬ এপ্রিল) শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মারিয়া হোসেন নৌকা প্রতিক নিয়ে ৩৩৬৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী নড়াইল জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খাঁন জাহাঙ্গীর আলম মটরসাইকেল প্রতিক নিয়ে ২৬৬৪ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে এ ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ৩শ ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫শ ৮৬ এবং মহিলা ভোটার রয়েছেন ৪ হাজার ৭শ ২৪ জন।,কোটাকোল ইউপির চেয়ারম্যান বিএম হেমায়েত হোসেন হিমুর মৃত্যূতে চেয়ারম্যান পদটি শুন্য হয়। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী প্রয়াত চেয়ারম্যান বিএম হেমায়েত হোসেন হিমুর স্ত্রী মারিয়া হোসেন (নৌকা),স্বতন্ত্র প্রার্থী খাঁন জাহাঙ্গীর আলম(মটরসাইকেল),বিএনপি মনোনীত মোঃ জামিল আহম্মদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী শাহিনা সুলতানা (আনারস)। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রের ৮টিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং চোখে পড়ার মতো প্রচুর সংখ্যকবিজিবি, পুলিশ ও সাদা পোষাকের পুলিশ মোতায়েন ছিল । নির্বাচন চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নাই।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত"

Leave a comment

Your email address will not be published.


*