শিরোনাম

লোহাগড়ায় নৌকা প্রার্থীর প্রচারনা ও গনসংযোগ

লোহাগড়ায় নৌকা প্রার্থীর প্রচারনা ও গনসংযোগ

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় মঙ্গলবার (১৯মার্চ) দিনভর নৌকা প্রার্থীর প্রচারনা ও গনসংযোগ চালিয়েছে প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
নৌকা প্রতিকের পক্ষে ব্যাপক প্রচারনা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে উপজেলার চরমল্লিকপুর স্কুল মাঠ, মাইগ্রাম আশ্রয়ন এলাকা, লোহাগড়া, দিঘলিয়া, লুটিয়া এবং কাশিপুর ইউনিয়নের স্থানীয় এড়েন্দা বাজারে নির্বাচনী পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।
এড়েন্দা বাজারে গনসংযোগে বক্তব্য রাখেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী রাশিদুল বাশার ডলার, নড়াইল জেলা পরিষদের কমিশনার শেখ সুলতান মাহমুদ বিপ্লব, কাশিপুর ইউপি সদস্য মো. অহেদ শেখ,লোহাগড়া পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি পলাশ শেখ, ঢাকা চকবাজার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জামান শিকদার ও কাশিপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি রেজাউল করিম। অন্যদের মধ্যে প্রচারনা মিছিলে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান কচি, কামরুল ইসলাম মিন্টু, আ’লীগ নেতা বাদশা কাজী, মশিনুর কাজী, আলী মেম্বার, মনি মিয়া, ঈসমাইল খান, উজ্জল শেখ, সুজন শেখ, সেন্টু খান, পিনা খান ও হাসান শেখ, প্রমুখ।
বক্তারা আ’লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। এসময় নৌকার প্রার্থীর প্রচারনায় সাধারন ভোটারদের ঢল নেমে আসে। নেতৃবৃন্দের এমন বক্তবে রাশিদুল বাশার ডলারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন সাধারন ভোটাররা।
অপর দিকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু (আনারস) প্রতিকের সমর্থীতরা কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের নের্তত্বে তাৎক্ষনিক ভাবে একটি প্রচারনা মিছিল বের করে এড়েন্দা বাজার প্রদক্ষিন করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আজিজুর রহমান আর্জু, ইউপি সদস্য সাইদুর রহমান ও রবিউল ইসলাম,প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় নৌকা প্রার্থীর প্রচারনা ও গনসংযোগ"

Leave a comment

Your email address will not be published.


*