নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় পুলিশের সাথে ডাকাত দলের বন্দুক যুদ্ধে,জাকির শিকদার (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে।এ সময় পুলিশের ২অফিসারসহ ২ কনস্টেবল আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শুটার গানসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত জাকির শিকদার, উপজেলার ঘাঘা গ্রামের মধ্যপাড়ার মৃতকালাম শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কচুবাড়িয়া গ্রামে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে সংগীয় এসআই অতিকুজ্জামান, এসআই মিল্টন কুমার দেবদাসসহ একটি টিম সেখানে পৌছায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলী চালালে পুলিশও পাল্টা গুলী চালায়। এ সময় ডাকাত জাকির হোসেন গুলী বিব্ধ হয়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। অভিযানে অংশ নেয়া এসআই মিল্টন কুমার দেবদাস জানান, ডাকাত দলের দেশীয় অস্ত্রের আঘাতে এসআই মাহফুজুল হাসান, এএসআই প্রলয় কুমার চক্রবর্তী, কনস্টবল মুরাদ শেখ ও টিটু মিয়া আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড বন্দুকের গুলিসহ একটি শুটারগান, ২টি ছ্যান দা ও ১টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহত ডাকাত জাকিরের বিরুদ্ধে লোহাগড়া থানায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "লোহাগড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত"