নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০১৭ সালে ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শালনগর ইউনিয়নের শেখ পাড়া বাতাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ ফাহিম হাসান অমি খানকে শুভেচ্ছা স্বারক ক্রেষ্ট তুলে দেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু। ফাহিম হাসান অমি উপজেলার শেখপাড়া বাতাসী গ্রামের মোঃ ইনামুল খান ও মিসেস ফরিদা বেগমের ছেলে। ফাহিম বর্তমানে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। ফাহিম ও তার পিতা-মাতা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Be the first to comment on "প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত লোহাগড়ায় ফাহিমকে সম্মাননা প্রদান"