নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।
লোহাগড়া বঙ্গবন্ধু ক্লাব এই সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। সংবর্ধনায় ক্লাবের উপদেষ্টা মোহসীন উদ্দিনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, কলেজ শিক্ষক মারুফ সামদানী ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান ।
এছাড়াও বঙ্গবন্ধু ক্লাব দুদিনব্যাপী বাংলা বর্ষবরণের আয়োজন করে। এই বর্ষবরণে ছিল শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক নানা প্রতিযোগিতা, বিনামূল্যে রক্ত, ডায়াবেটিকস ও জরায়ুমুখে ক্যান্সার পরীক্ষা। বর্ষবরণে সাজানো হয়েছিল কলেজ চত্বর। হয়েছিল মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Be the first to comment on "লোহাগড়ায় বঙ্গবন্ধু ক্লাবের বর্ষবরণ॥ ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা"