শিরোনাম

লোহাগড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে হানাদারমুক্ত দিবস পালিত

লোহাগড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে হানাদারমুক্ত দিবস পালিত

 

সাজ্জাদুর রহমান কচি (স্টাফ রিপোর্টার ) ॥  নড়াইলের লোহাগড়া হানাদারমুক্ত দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (৮ডিসেম্বর) দিবসটি পালন করা হয়।
সকালে লোহাগড়া থানা চত্বরে শহীদ সরদার হাবিবুর রহমানের কবর ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির, ডেপুটি কমান্ডার এম এ মতিন ও সৈয়দ শামসুল আলম কচি, উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন, সহকারী কমশিনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,শিক্ষানুরাগী শেখ মোঃ আমিনুর রহমান হিমু ও মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, প্রমুখ।
বক্তব্যে মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের এই দিনে ফজরের আযানের সময় প্রায় ১২’শ মুক্তিযোদ্ধা লোহাগড়া থানা ঘেরাও করে থানায় অবস্থানরত পুলিশ ও রাজাকারদের ওপর আক্রমণ করেন। প্রায় চার ঘণ্টা যুদ্ধের পর সকাল ১০টায় মুক্তিযোদ্ধারা থানা দখল করেন এবং লোহাগড়াকে মুক্ত করেন। তখন বিজয় উল্লাসে ফেটে পড়ে লোহাগড়াবাসী। এই যুদ্ধে দুই সাহসী মুক্তিযোদ্ধা কোলা গ্রামের সরদার হাবিবুর রহমান ও যশোরের জঙ্গল বাধাল গ্রামের মোস্তফা কামাল তাজ শহীদ হন। এ যুদ্ধের নেতৃত্ব দেন বীরমুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে হানাদারমুক্ত দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*