শিরোনাম

লোহাগড়ায় বৈশাখী মেলায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা

লোহাগড়ায় বৈশাখী মেলায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বৈশাখী মেলায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বৈশাখী মেলা উদযাপন কমিটির উদ্যোগে এ ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৮টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে দুর-দুরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন। এ উপলক্ষে ব্রাহ্মণডাঙ্গায় হরেক রকম পণ্যের বেচাকেনা জমে উঠে।
প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া উপজেলার দহখোলা গ্রামের বাপ্পী মোল্লার ঘোড়া প্রথম, নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ইউনুস হোসেনের ঘোড়া দ্বিতীয় ও যশোরের বাঘারপাড়ার ধলগ্রামের জাবেদ সরদারের ঘোড়া তৃতীয় হয়েছে। প্রথম বিজয়ী ঘোড়ার মালিককে ছয় হাজার, দ্বিতীয় স্থান চার হাজার ও তৃতীয় স্থানকে দুই হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ঘোড়ার মালিককে এক হাজার টাকা করে শান্তনা পুরষ্কার দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বৈশাখী মেলায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা"

Leave a comment

Your email address will not be published.


*