নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নড়াইল জেলা পরিষদ কমিশনার শেখ সুলতান মাহমুদ বিপ্লব। শনিবার (৭জুলাই) সকালে বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে শেখ সুলতান মাহমুদ বিপ্লব’কে এ পদে নির্বাচিত করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমান। সভাপতি পদে নড়াইল জেলা পরিষদ কমিশনার শেখ সুলতান মাহমুদ বিপ্লবের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মিরাজ মোল্যা এবং সমর্থন করেন অপর সদস্য সৈয়দ হিরু আলী। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে শেখ সুলতান মাহমুদ বিপ্লব বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন নিশ্চিত করেছেন ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, অভিভাবক সদস্য নাজমুল হক, ফিজার ভূইয়া, সংরক্ষিত মহিলা সদস্য মিলা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ নূরুল আজম ,দাতা সদস্য শেখ বদরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি সদস্য নূর মোহাম্মাদ, মুক্তি রাণী কর ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শিল্পি রাণী বিশ্বাস, কাশিপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, সদস্য শেখ সাইফুর রহমান (সাইপার), লোহাগড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুবলীগ নেতা আলীম কাজী, প্রমুখ।
লোহাগড়ায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

Be the first to comment on "লোহাগড়ায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত"