নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় মঙ্গলবার (২৪এপ্রিল) সকালে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ২০১৮ উপলক্ষে নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন বলেছেন, পারিবারিক ও সামাজিক ভাবে সচেতন না হলে মাদক সেবনের হাত থেকে সন্তানদের রক্ষা করা সম্ভব না। এছাড়া স্কুল, কলেজের শিক্ষক- শিক্ষিকাদের মাদকের বিরুদ্ধে সচেতনতার বিষয়ে আগ্রহী হয়ে মাদকের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাবেশের আগে ওই বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিদ্যুত বিহারী নাথ, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান বিএম কামাল হোসেন,নারী ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লোহাগড়া মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,এসআই কেএম জাফর আলী, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, জয়পু ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার, লোহাগড়া পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া,প্রমুখ।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ ও প্রচারাভিযান হওয়া দরকার এবং সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এই মাদক বরোধী কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
Be the first to comment on "লোহাগড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত"