নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার সৈয়দ পলাশ মীনা নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
দন্ডিত পলাশ উপজেলার ইতনা গ্রামের শাহাজাহান মীনার ছেলে। বুধবার সকাল ১০ টার দিকে এ আদেশ দেয় জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান।
জানা গেছে, নারী ঘটিত বিষয় নিয়ে পলাশের সাথে ঠান্ডুর বিরোধ ছিলো। বিরোধের জের ধরে ২০১৬ সালের ২২ জানুয়ারী সন্ধ্যায় ঠান্ডুকে ডেকে নিয়ে যায় পলাশ। পরদিন দুপুর ১২টার দিকে ইতনা গালর্স স্কুলের পাশে ঠান্ডুর ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ঠান্ডুর মা গোলাপী বেগম বাদী হয়ে ২৪ জানুয়ারী পলাশকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করেন।
Be the first to comment on "লোহাগড়ায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড"