নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় সৈয়দ লিপু (৪৮) খুনের ঘটনায় ৩৮ জনের নামে মামলা হয়েছে। গত সোমবার রাতে লোহাগড়া থানায় এ মামলা করেন নিহতের ছোট ভাই সৈয়দ শওকত আলী। উপজেলার সারোল গ্রামে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনি খুন হন। এঘটনায় দিঘলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল আলমকে মামলা রেকর্ডের আগেই গ্রেফতার করেন পুলিশ।
লোহাগড়া থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, ইউপি সদস্য আশরাফুল আলম ও আমির হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় লিপু হত্যা ঘটনায় যুবলীগ সভাপতিসহ ৩৮ জনের নামে মামলা"