শিরোনাম

লোহাগড়ায় সেচ পাম্প চুরি, দিশেহারা কৃষক

 নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মাঠ থেকে সেচ পাম্প চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ইতনার মধ্য-পশ্চিমপাড়া মাঠ থেকে এ সেচ পাম্পটি চুরি হয়। ভূক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান জানান, তিনি নিজের ও অন্যের জমিতে সেচ দেওয়ার জন্য গত মাসের ১৯ তারিখে পাম্পটি স্থাপন করেন। পাম্পটির পাশেই একই গ্রামের দুদু মিয়ার ছেলে মফিজ শেখ ও মৃত আবু শেখের ছেলে পিটু শেখের পাম্প রয়েছে। পাম্পটি স্থাপনে তারা ক্ষুব্ধ ছিলেন। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে বপনকৃত পাট ক্ষেতে সেচ দিয়ে তারাবির নামাজ পড়তে যান কৃষক সিদ্দিক। নামাজ শেষে ফিরে দেখেন পার্শ্ববর্তী দু’জনের পাম্প চললেও তার সেচ পাম্পটি চুরি হয়েছে। চলতি পাট বপন মৌসুমে সবেমাত্র সেচ দিয়ে জমি তৈরির কাজ চলছিল। ভরা মৌসুমে পাম্প চুরি হওয়ায় ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এঘটনায় শুক্রবার (১৫এপ্রিল) সকালে কৃষক সিদ্দিকুর রহমান লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সেচ পাম্প চুরি, দিশেহারা কৃষক"

Leave a comment

Your email address will not be published.


*