নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষক সমীর বিশ্বাস (৪১) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে। তিনি বামনহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে যশোর-কালনা মহাসড়কের লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া নামক স্থানে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক সমীর বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী সবুজ গোলদার আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত"