নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় ১লা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রেসক্লাব’ এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, শনিবার (১৪এপ্রিল) বিকালে ফিতা কেটে প্রেসক্লাবের শুভ-উদ্বোধন ঘোষণা করেন।
প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম খান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া, লোহাগড়া থানার সেকেন্ড অফিসার কেএম জাফর আলী, এএসআই হাসিব, ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারন সম্পাদক শাহজাহান খান সাজু, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক বিপ্লব রহমান, সাংবাদিক ইউনিটির সভাপতি ওবায়দুর রহমান, নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জামি, সাংবাদিক এমএম রাশেদুল হাসান রাশেদ, সাজ্জাদুর রহমান কচি, ফজল খান তানভীর, খালেদুর রহমান ছোটন, মুন্সি জাহিদ, আ’লীগ নেতা বুলবুল ইসলাম বুলু, জাহাঙ্গীর হোসেন ও কুটি প্রমুখ।
ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারন সম্পাদক শাহজাহান খান সাজু মনোনীত হয়েছেন।
লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের উদ্বোধন

Be the first to comment on "লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের উদ্বোধন"