নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা প্রেসক্লাব এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত রোববার (১লা বৈশাখ) সন্ধায় লক্ষীপাশা সোনালী ব্যাংকের নিচে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান সাজু’র পরিচালনায় গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, সাংবাদিক মারুফ সামদানী (প্রথম আলো), রেজাউল করিম (সমকাল), বিপ্লব রহমান (যুগান্তর), মাহফুজুল ইসলাম মুন্নু ( ভোরের পাতা), আবু অব্দুল্লাহ (ভোরের কাগজ), বখতিয়ার রহমান (আগামীর কন্ঠ), আরিফুজ্জামান আরিফ (ভ্রাম্মমান), মোস্তফা কামাল (জন্মভূমি), অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওবায়দুর রহমান (নওয়া পাড়া), জিহাদ খান (নিউজ এ্যালাইন),ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, পলাশ খান, মশিয়ার রহমান ও হুমাই ঠাকুর, প্রমুখ। দ্বিতীয় বর্ষে পদার্পন করায় উপজেলা প্রেসক্লার এর কার্যক্রম গতিশীল করার লক্ষে দোয়া করা হয়।
Be the first to comment on "লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত"