নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন প্রবীর কুমার বিশ্বাস। রোববার (১জুলাই) বিকেলে তিনি লোহাগড়া থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঝিনাইদাহ থানার ইন্সপেক্টর (তদন্ত), হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবীর কুমার বিশ্বাস’র বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার সেনেরগাঁতি গ্রামে। তিনি ১৯৮৯ সালে বরণডালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি,১৯৯১ সালে সাতক্ষীরা সিটি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৭ সালে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোস্যাল সাইন্স (এমএসএস) পাস করে ২৪ মে ২০০২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। তার মাতা গীতা বিশ্বাস গৃহীনি ও পিতা আশুতোষ বিশ্বাস ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি ৪ভাই ও এক বোনের মধ্যে ২য়। ভাই অমিত কুমার বিশ্বাস গত ২৮ জানুয়ারী ১৮ বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করে সারদা পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত। তিনি সিক্ত প্রাঙ্গন বিশ্বাস, নামে এক সন্তানের জনক, সিক্ত খুলনা জেলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
নবাগত ওসি জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করবেন। এজন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গনমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
বিদায়ী লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম গত মাসের ২৬জুন মঙ্গলবার সকালে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম’র নিকট থানার দায়িত্বভার অর্পণ করে কর্মস্থল ত্যাগ করেছেন। তিনি শিল্প পুলিশ ঢাকায় বদলি হয়েছেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান লোহাগড়া থানার উভয় ওসির বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানায় নতুন ওসির যোগদান

Be the first to comment on "লোহাগড়া থানায় নতুন ওসির যোগদান"