নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সৈয়দ আশিকুর রহমান যোগদান করেছেন। তিনি শনিবার (২১মার্চ) সন্ধ্যায় লোহাগড়া থানায় যোগদান করেন। এ সময় নবাগত ওসিকে থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ আশিকুর রহমান ১৯৭৫ সালের ৪ঠা জানুয়ারি খুলনা জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মরহুম মুক্তিযোদ্ধা সৈয়দ আতিয়ার রহমান ও মাতা মরহুম সৈয়দা লুৎফুন নাহার। প্রাথমিক শিক্ষা শেষে ১৯৯১ সালে তিনি এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাশ করেন। ১৯৯৬ সালে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯৯৬ সালে পিতার মৃত্যূর পর সৈয়দ আশিকুর রহমান ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীর উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। এরপর তিনি ঢাকা নর্দান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (এমবিএ) বিষয়ে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চাকুরীকালে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৯ সালে আইজিপি পদক লাভ করেন। ২০১১সালে জাতিসংঘের শান্তি মিশনের অংশ হিসেবে পূর্ব তিমুরে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দু’সন্তানের জনক। ছেলে সৈয়দ জারিফ ইনকিয়াদ আরিয়ান ও মেয়ে সৈয়দা রুশদা রহমান মাধ্যমিক স্তরে লেখাপড়া করছে।
লোহাগড়া থানায় যোগদান করে সৈয়দ আশিকুর রহমান সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের তার প্রতিক্রিয়ায় বলেন, মাদক ও গ্রাম্য কোন্দলমুক্ত লোহাগড়া উপজেলা গড়ে তোলার কাজকে অগ্রাধিকার ও নাগরিক সেবা প্রদানে পুলিশকে জনবান্ধবে পরিণত করা হবে। করোনা সংক্রমন প্রতিরোধে যার যার জায়গা থেকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ করেন।
Be the first to comment on "লোহাগড়া থানায় নতুন ওসি’র যোগদান"