শিরোনাম

লোহাগড়া পৌর মেয়র প্রার্থী চামেলীর ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বৃহস্পতিবার (১৩ মে) সকালে গরীব-অসহায় ও করোনায় ঘরে আটকেপড়া মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জানা যায়, লোহাগড়া পৌর মেয়র প্রার্থী রোজিয়া সুলতানা চামেলী পৌরবাসির মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মশাঘুনির নিজ বাসভবন থেকে পৌর এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে ৭’শ শাড়ি, তিন শতাধিক লুঙ্গী-পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রোজিয়া সুলতানা চামেলীর শশুর বীর মুক্তিযোদ্ধা শিক্ষক শহীদুর রহমান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ
পরিষদের সদস্য সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মাহফুজুর রহমান মাসুদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ ছদরউদ্দিন শামীম, লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো:রেজাউল করিম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, ছাত্রলীগ নেতা মোঃ দিদারুল ইসলাম, জাকির হোসেন,
সাইদ আলম শিবলু, আহাদুজ্জামান ডলার, শেখ কামাল হোসেন ও শিক্ষক ইকতিয়ার রহমান প্রমুখ। রোজিয়া সুলতানা চামেলী বলেন, করোনাকালে সাধারণ মানুষের দূর্দশা বেড়েছে। এ সময় অনেকের আয়-রোজগারের পথ বন্ধ হয়েছে। এসব গরীব মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমার সামান্য প্রচেষ্টা মাত্র। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ পরিষদের সদস্য সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মাহফুজুর রহমান বলেন, করোনার শুরু থেকে পৌর এলাকার খেটে খাওয়া মানুষের পাশে আমার পরিবার ছিলো এবং আগামী দিনেও অসহায় গরীব ও দুস্থ্যদের মাঝে সেবক হিসেবে থাকাবেন । তিনি পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য : করোনার শুরু থেকেই পৌর এলাকায় খেটে খাওয়া মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে এই দম্পতি। সহায়তার মধ্যে ছিলো খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ অর্থ ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়া পৌর মেয়র প্রার্থী চামেলীর ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*