নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পৌরসভার লোহাগড়া সরকারী মডের প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পৃরস্কার বিতরণী (১৫মার্চ) বুধবার বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানার সার্বিক তত্বাবধানে লোহাগড়া পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও বিদ্যালয়ের জিবি সদস্য মোঃ জাকির হোসেনের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ সোহরাব হোসেন বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া ফকির মফিজুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন জয়পুর ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ ফিরোজ আলম, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান, নড়াইল জেলা পরিষদ কমিশনার শেখ সুলতান মাহমুদ (বিপ্লব), মোঃ সাইফুর রহমান (হিলু) লোহাগড়া পৌর কাউন্সিলর ও বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ মিলু শরীফ, কাউন্সিলর মোঃ আনিসূর রহমার ( আনিস) । প্রধান অতিথি বলেন,বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আর্থিক সহযোগীতা করবেন। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্ক্রা বিতরণ করেন।
Be the first to comment on "লোহাগড়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন"