শিরোনাম

শাহজালালে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শামসুদ্দিন না‌মে এক যাত্রীর কাছ‌ থে‌কে ২২০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অ‌ধিদফতর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অ‌ধিদফতরের মহাপ‌রিচালক ড. মঈনুল খান জানান, জব্দ সিগারেট মার্কিন যুক্তরাষ্ট্রের ‘303’ ব্র্যান্ডের। ওই কার্টনগু‌লো‌তে ৪৪০০০ শলাকা সিগা‌রেট র‌য়ে‌ছে। এয়ার এ্যারাবিয়ার G9517 নম্বর ফ্লাইটে আসা যাত্রী শামসুদ্দিনের কাছথেকে এই সিগারেট জব্দ করা হয়।
‌তি‌নি আরও জানান, সেগু‌লোর আনুমা‌নিক মূল্য ১৩.২ লাখ টাকা। ওই যাত্রী ১টি মাস্টার কার্টনে এবং ১টি বড় লাগেজে এসব সিগারেট লুকিয়ে আনেন। সকাল সোয়া ৯টার দি‌কে শামসুদ্দিনকে আটক করা হয়। জব্দ পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শাহজালালে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ"

Leave a comment

Your email address will not be published.


*