নিউজ ডেস্ক : মার্কিন মুলুকে খুন হলেন এক ভারতীয় নারী ও তাঁর শিশুপুত্র। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই ভারতীয় নারী ও তাঁর সাত বছরের শিশুপুত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
অন্ধ্রপ্রদেশে ওই নারীর পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ৪০ বছর বয়সী ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন শশিকলা আর তাঁর সাত বছরের শিশুপুত্র অনীশ সাইকে নিউ জার্সিতে তাঁদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার অফিস থেকে বাড়িতে ফিরে এসে শশিকলার স্বামী ওয়াই সম্ভাশিব রাও তাঁর স্ত্রী ও সন্তানকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন। দু’জনকেই কুপিয়ে খুন করা হয়েছে বলে শশিকলার স্বামীর অভিযোগ। গত ৯ বছর ধরেই স্বামী, পুত্রকে নিয়ে নিউ জার্সিতে থাকতেন শশিকলা। চাকরি করতেন বাড়িতে বসেই।
ওই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আজ টুইটে গভীর দুঃখপ্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। টুইটে তিনি লিখেছেন, ‘নিউ জার্সিতে শশিকলা ও তাঁর শিশুপুত্র খুনের ঘটনায় আমি বেদনাহত। আমি ওঁর পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। ’ ওই ঘটনার নিন্দা করেছেন তেলুগু দেশম পার্টির সাধারণ সম্পাদক নারা লোকেশও।
ফেব্রুয়ারিতে কানসাসে ৩২ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটিয়া ও তাঁর এক ভারতীয় বন্ধুকে গুলি করে খুন করা হয়। মার্চের গোড়ায় সাউথ ক্যারোলিনায় এক ভারতীয় বংশোদ্ভূত দোকান মালিককে গুলি করে খুন করা হয়। আর দিন দু’য়েকের মধ্যেই ওয়াশিংটনের কেন্টে আক্রান্ত হন শিখ সম্প্রদায়ের একজন। তিনি অবশ্য প্রাণে বেঁচে যান।
সূত্র: আনন্দবাজার
Be the first to comment on "শিশুপুত্রসহ ভারতীয় নারী আইটি কর্মী খুন"