শিরোনাম

শোয়েবও পাকিস্তানকে নিরাপদ মনে করেন না

নিউজ ডেস্ক : সারা বিশ্ব মানে, পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়া নিরাপদ নয়। কেউ যায়ও না সেই ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান অবশ্য মানে, তাদের দেশ নিরাপদ। কিন্তু মানেন না দেশটির সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। নিজের দেশের টেলিভিশন চ্যানেলেই তিনি জানালেন, বিদেশী ক্রিকেট দলের জন্য পাকিস্তান এখনো নিরাপদ না।

সুপারস্টার শোয়েবের এই মন্তব্য এলো বড় একটি দুর্ঘটনার পর। সম্প্রতি পাকিস্তানের কুয়েটার পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। তাতে ৬২ জন পুলিশ ক্যাডেট ও দুজন সেনা সদস্য মারা গেছেন। ১৭০ জন হয়েছেন আহত। দেশটিতে নিয়মিত এমন ঘটনা ঘটছে। এসব কারণে সেখানে পরিকল্পিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপের আসরও বসেনি।

সাম্প্রতির হামলার জেরেই শোয়েব বলতে বাধ্য হলেন, “নিরাপত্তা ইস্যুতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাকিস্তানে বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি আমাদের নেওয়া উচিৎ না।” শোয়েব আরো বলেছেন, “নিরাপত্তা ব্যবস্থার যা অবস্থা তাতে আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমি নিশ্চিত, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। কিন্তু তাতে সময় লাগবে।”

সাম্প্রতিক ঘটনা ও শোয়েবের এই সোজা সাপটা মন্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্যও বড় ধাক্কা। কাউকে তাদের দেশে খেলতে নিতে পারে না তারা। তারপরও তারা সম্প্রতি ঘোসণা দিয়েছে এবারের পাকিস্তান সুপার লিগের ফাইনাল ফেব্রুয়ারিতে লাহোরে হবে। পিএসএল বিদেশী বড় বড় তারকাদের আকর্ষণের লিগ। কিন্তু শেষ পর্যন্ত তারা যে পাকিস্তানে যেতে রাজি হবেন তার নিশ্চয়তা কোথায়!

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শোয়েবও পাকিস্তানকে নিরাপদ মনে করেন না"

Leave a comment

Your email address will not be published.


*