শিরোনাম

সখীপুরের ইউএনও-ওসিকে বদলির আদেশ চেম্বারে স্থগিত

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরের স্কুল শিক্ষার্থী সাব্বির শিকদারকে ভ্রাম্যমাণ আদালতের দুই বছরের সাজা দেওয়ার ঘটনায় ইউএনও রফিকুল ইসলাম ও ওসি মাকসুদুল আলমের বদলি সংক্রান্ত  হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার জজ আদালত।ইউএনও এবং ওসির পক্ষে করা আবেদন শুনানি করে বুধবার আপীল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে ইউএনও-এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন এবং ওসির পক্ষে ছিলেন এ্যাডভোকেট  নুরুল ইসলাম সুজন এমপি।

এর আগে গত ১৮ অক্টোবর স্কুল শিক্ষার্থী সাব্বির শিকদারের ভ্রাম্যমাণ আদালত দুই বছরের দেয়া সাজা বাতিল করে ইউএনও ও ওসিকে ঢাকা বিভাগ থেকে প্রত্যাহার করে অন্যত্র সরানোর নির্দেশ দেন হাইকোর্ট। তাদেরকে অন্য জায়গায় বদলির আদেশ দেয়া হয়। একই সঙ্গে ইউএনও ও ওসি কর্তৃক স্কুল ছাত্র সাব্বির শিকদারের নির্যাতনের বর্ণনা অভিযোগ হিসেবে গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের  নির্দেশ দেওয়া হয়েছে।হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের  বেঞ্চ এই আদেশ দেন। গত ২৬ সেপ্টেম্বর ইউএনও ও ওসি কর্তৃক নির্যাতনের বর্ণনা দেন  দন্ডপ্রাপ্ত ছাত্র সাব্বির শিকদার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সখীপুরের ইউএনও-ওসিকে বদলির আদেশ চেম্বারে স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*