শিরোনাম

সাংবাদিক শিবলীর মৃত্যুতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিক শিবলীর মৃত্যুতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল

রফিকুল ইসলাম পিকুল, নড়াইল জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সরাসরি সম্প্রচার চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বে-সরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’ এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী’র মৃত্যুতে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘চ্যানেল এস’ টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। তেলোয়াওয়াত করেন সাংবাদিক আবু আব্দুল্লাহ। শিবলীর স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মারুফ সামদানী, রেজাউল করিম, শাহজাহান সাজু, জহির ঠাকুর, সরদার রইচ উদ্দিন টিপু, শরিফুল ইসলাম, শিমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, কোন সরকারের সময়েই সাংবাদিকদের পাশে কোন সরকার দাঁড়ায় নাই। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। অর্ন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা প্রায়াত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন এবং শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
অনুষ্ঠানে লোহাগড়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে চ্যানেল ’এস টেলিভিশন‘ এর নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সরাসরি সম্প্রচার চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

basic-bank

Be the first to comment on "সাংবাদিক শিবলীর মৃত্যুতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল"

Leave a comment

Your email address will not be published.


*