শিরোনাম

সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, গুলি

নিউজ ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।
রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তার ভাইপো রাসেল বাড়ির উঠানে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ও সাতটি বোমা ছোড়ে দুর্বৃত্তরা। কিন্তু সে দ্রুত ঘরে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা গণমাধ্যমকে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, গুলি"

Leave a comment

Your email address will not be published.


*