নিউজ ডেস্ক : সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় অপারেশন অ্যাসল্ট ১৬ শুরুর পর এ পর্যন্ত সেখান থেকে ২১ জিম্মিকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জিম্মিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। আজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ওই অভিযানে ইতোমধ্যে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযানস্থলে উপস্থিত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকার অতিরিক্ত উপ কমিশনার আব্দুল মান্নান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জানা গেছে, দ্বিতল ভবনটিকে প্রতি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট আছে। এর মধ্যে একটি ফ্ল্যাট জঙ্গিরা ভাড়া নিয়েছিল। বাকি ফ্ল্যাটগুলোতে ৭টি পরিবার বাস করতো। বুধবার দুপুরে পুলিশ জঙ্গি আস্তানায় অভিযান শুরু করার পর ভবনে থাকা পরিবারগুলোর সদস্যরা এতে আটকা পড়ে।
Be the first to comment on "সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে ২১ জিম্মি উদ্ধার"