নিউজ ডেস্ক : বাংলাদেশ নিজেদের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচটি শুরু হয়েছে বুধবার (১৫ মার্চ) থেকে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কলম্বোর পি সারা ওভালে ময়দানী লড়াইয়ে নামে বাংলাদেশ। ম্যাচটির প্রথম দিন স্বাগতকিরা ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে। শেষ সেশনের শেষদিকে আলোক স্বল্পতায় কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ করার পর প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।
বুধবার (১৫ মার্চ) টসে জিতে ব্যাট করতে নেমে দিনশেষে স্বাগতিক শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ২৩৮ রান। আর সফরকারীদের ঝুলিতে জমা পড়েছে ৭টি উইকেট। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।
স্বাগতিকরা দ্বিতীয় দিনে মাঠে নেমে সাবলীল ভঙ্গিতেই ব্যাট চালাচ্ছিলেন। ৮ ওভার তারা ভালোভাবেই খেলে চলেন। তবে ম্যাচের ৯১.১ ওভারেবাংলাদেশ শিবিরে ব্রেকথ্রু এনে দেন সাকিব। তার করা বলটি রঙ্গনা হেরাথের ব্যাটে লেগে জমা পড়ে স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে।
তবে উইকেটের আরেক প্রান্তে এখনো অটল রয়েছেন দিনেশ চান্দিমাল । এরই মধ্যে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের করা ৯৫তম ওভারের চতুর্থ বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শতক হাঁকাতে বেশ সাবধানতাই অবলম্বন করেছেন তিনি। ২৪৪ বল মোকাবেলা করে মাত্র ৬টি চারের সাহায্যে সেঞ্চিুরি করেন এই লঙ্কান। তবে সেঞ্চুরির পরেই তিনি আক্রমণাত্বক হয়ে উঠেছেন। যা বাংলাদেশের জন্য হুমকি হয়েই দেখা দিয়েছিল। এরপর তিনি আরও ৪টি চার এবং ১টি ছয়ের মারে ইনিংসটিকে লম্বা করেন। অবশেষে তাকে সাজঘরে ফেরাতে সক্ষম হন মিরাজ। আউট হওয়ার আগে তার সংগ্রহ ১৩৮ রান।
এ প্রতিবেদন লেখা অব্দি শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ৩০৭ রান। উইকেটে রয়েচেন সুরাঙ্গা লাকমাল এবং লক্ষণ সান্দাকান।
এর আগে শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং উপল থারাঙ্গা শুরুটা বেশ দেখেশুনেই করেন। প্রথম তিন ওভার তারা কোন রানই সংগ্রহ করেননি। এরপর ম্যাচের চতুর্থ ওভারে শুভাশীষ রায় রান দেন ৫টি।
তবে ম্যাচের নবম ওভারে দলীয় ১৩ রানে মুস্তাফিজ নিজের চতুর্থ ওভারে এসে তুলে নিয়েছেন করুনারত্নের উইকেট। মুস্তাফিজের বল করুনারত্নের ব্যাটের কানায় লেগে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়ে। আউট হওয়ার আগে তিনি সংগ্রহ করেছেন ৭ রান।
ম্যাচের ১১তম ওভারে মুস্তাফিজের পঞ্চম ডেলিভারিটি থারাঙ্গার প্যাডে আঘাত করলে এলবিডব্লু’র আবেদন জানান। আর এতে আম্পায়ার সাড়াও দেন। তবে শ্রীলঙ্কা রিভিউ নিলে তা তাদের পক্ষেই যায়।
এর পরের ওভারেই মিরাজ তুলে নেন কুশাল মেন্ডিসের (৫) উইকেটটি। এতে বাংলাদেশ শিবিরে স্বস্তিই এসেছে বলা যায়। কেননা এই মেন্ডিসই গল টেস্টে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন।
উপল থারাঙ্গা ক্রিজে থিতু হওয়ার আভাসই দিচ্ছিলেন। তবে তাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরকে আনন্দে ভাসিয়েছেন মিরাজ। দলীয় ৩৫ রানে ১৬তম ওভারে মিরাজের বল সৌম্য সরকারের হাতে দিয়ে সাজঘরে ফিরেন থারাঙ্গা। আউট হওয়ার আগে তার সংগ্রহ ১১ রান।
দিনেশ চান্দিমাল ও অসিলা গুনারত্নে জুটি দলকে সতর্কভাবে এগিয়ে নিচ্ছিলেন। এ জুটি দলে ৩৫ রান যোগ করেন। এরপরই শুভাশীষ রায়ের এলবিডব্লুর ফাঁদে পড়ে বিদায় নিতে হয়েছে গুনারত্নেকে। ১টি চারের মারে ১৩ রান করে বিদায় নেন তিনি।
মধ্যাহ্ন বিরতির আগেই লঙ্কানদের চার উইকেট তুলে নেয় টাইগাররা। তবে পঞ্চম উইকেট পেতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। এরই মাঝে দু’বার রিভিউ নিয়ে শ্রীলঙ্কা বেঁচে যায়। অবশেষে তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হন ধনঞ্জয়া ডি সিলভা। আউট হওয়ার আগে ৫টি চারের মারে তিনি ৩৪ রান করেন।
দলীয় ১৮০ রানে ৬০তম ওভারে নিরোশান দিকবালাকে সরাসরি বোল্ড করে এ ইনিংসে প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। দিকবালা ৪টি চারের মারে ৩৪ রান করেন। তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে চলেছেন দিনেশ চান্দিমাল। তিনি ৬১ রান করে অপরাজিত আছেন।
৯ রান করে মুস্তাফিজের বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরিছেন দিলরুয়ান পেরেরা।
এর আগে সিরিজের প্রথম টেস্টে গলে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয়েছে বাংলাদেশকে। এবার সেই হতাশা ভুলে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাদের সামনে। মাইলফলকের ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
Be the first to comment on "সেঞ্চুরিয়ান চান্দিমালকে বিদায় করলেন মিরাজ"