শিরোনাম

সৌদি আরবে রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

সৌদি আরবে রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

নিউজ ডেস্ক ॥ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  পুলিশের বিদায়ী মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীতপুলিশের বিদায়ী মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার সন্ধ্যায় এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তিন বছরের চুক্তিভিত্তিক মেয়াদে জাবেদ পাটোয়ারী এ নিয়োগ পাবেন। এই সময়ে তাঁর অবসর-উত্তর ছুটি স্থগিত থাকবে। বুধবার (১৫ এপ্রিল) থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পুলিশের মহাপরিদর্শক হিসেবে জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়াদকাল মঙ্গলবার শেষ হবে। ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী।

জাবেদ পাটোয়ারী বলেন, মঙ্গলবার দুপুরে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবেন। এরপর পুলিশের চাকরি থেকে বিদায় নেবেন।

সরকার ইতিমধ্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনিও আগামী বুধবার (১৫ এপ্রিল) দায়িত্ব বুঝে নেবেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সৌদি আরবে রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী"

Leave a comment

Your email address will not be published.


*