নিউজ ডেস্ক: শুনলে কেউ রেগে যাবেন। কেউ বিরক্ত হবেন। কেউ মুচকি হেসে পাশ কাটিয়ে যাবেন। কিন্তু জার্মানির একটি গবেষণা সে কথাই বলছে। কতটা আয়ু বাড়ে? সে উত্তরও নিঃসন্দেহে, যাকে বলে, ‘উদ্ভট’।
কী অদ্ভুত এই গবেষণার ফল।
‘‘নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন অ্যান্ড উইকলি ওয়ার্ল্ড নিউজ’’-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, টানা ১০ মিনিট ধরে স্তনের দিকে তাকিয়ে থাকলে কোনও পুরুষের আয়ু ৫ বছর পর্যন্ত বাড়তে পারে! গবেষণাপত্রটির লেখক ক্যারেন ওয়েদারবির বক্তব্য, ‘‘বেওয়াচের পামেলা অ্যান্ডারসনের কথা মনে আছে। ওই রকম কারও স্তনের দিকে ১০ মিনিট তাকিয়ে থাকা মানে ৩০ মিনিট ওয়ার্ক আউট করার সমান!’’
দুর্ভাগ্যজনক ব্যাপার, নিঃসন্দেহে। আরও দুর্ভাগ্যজনক কারণ এটি কোনও মজা করে লেখা প্রতিবেদন নয়। জার্মানির তিনটি হাসপাতালে গবেষকরা দিনের পর দিন কাজ চালিয়েছেন। ২০০ জন পুরুষের উপরে ৫ বছর ধরে চলেছে গবেষণা। এই ২০০ জনের অর্ধেককে বলা হয়েছিল মহিলাদের স্তনের দিকে তাকাতে। বাকিদের তা করতে নিষেধ করা হয়।
দেখা গিয়েছে, যাঁদের তাকাতে বলা হয়েছিল, তাঁদের রক্তচাপ অনেক কম। হৃৎপিণ্ড অনেক বেশি সচল এবং সুস্থ। ওয়েদারবি বলেছেন, ‘‘সেক্সুয়াল এক্সাইটমেন্টই হল এখানে সবথেকে বড় ফ্যাক্টর। এতে হার্ট পাম্পিং ভাল হয়। ফলে সুস্থতার সম্ভাবনাও বেশি। নিয়মিত স্তন-দর্শনে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে অর্ধেক হয়ে যায়।’

Be the first to comment on "স্তন-দর্শনে আয়ু বাড়ে?"