শিরোনাম

স্পিডস্টার তাসকিনের হ্যাটট্রিক!

নিউজ ডেস্ক : ডাম্বুলায় লঙ্কানদের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে এক অনন্য কীর্তি গড়লেন তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। পরপর তিন বলে তিন উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত হ্যাটট্রিকের কীর্তি গড়লেন এই তরুণ! তার তিন শিকার হলেন অ্যাশলে গুনারত্নে, সুরঙ্গা লাকমল এবং নুয়ান প্রদীপ। তবে তার এই হ্যাটট্রিকের আগেই ৩০০ ছাড়িয়েছে শ্রীলঙ্কার স্কোর। টাইগারদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন এই স্পিডস্টার। রান দেওয়ায় কৃপণতার দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন। সবচেয়ে বেশি মার খেয়েছেন মুস্তাফিজ।

স্পিডস্টারের প্রথম শিকার সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। সেঞ্চুরি করার পরপরই ১০২ রানে আউট হন তিনি। নিজের বলে নিজেই ক্যাচ নেন তাসকিন। মেন্ডিসের জোড়ালো শটে বল এসে লাগে তাসকিনের কাঁধে। ব্যথা পেলেও দ্রুত ঘুরে বলটিকে ক্যাচে পরিণত করেন তিনি। যন্ত্রণা ভুলে তরুণ তুর্কী মেতে ওঠেন উল্লাসে।

মনে হয়েছিল ব্যাথা পাওয়ার পর ধারহীন হয়ে যাবে তার বোলিং। কিন্তু ইনিংসের শেষ ওভার করতে এসে এই ধারণাকে ভুল প্রমাণ করলেন তাসকিন। শেষ ওভারের তৃতীয় বলে তাসকিনের ফুল লেংথ বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে সৌম্যর ক্যাচে পরিণত হন ২৮ বলে ৩৯ করা গুনারত্নে। তখনও কেউ বুঝতে পারেনি একটা হ্যাটট্রিক হতে যাচ্ছে। পরের বলেই সেই মিড অফে মুস্তাফিজের তালুবন্দী হন সুরঙ্গা লাকমল (০)। নড়েচড়ে বসে সবাই। কারণ তাসকিনের সামনে হ্যাটট্রিক চান্স! পঞ্চম বলে নুয়ান প্রদীপকে (০) বোল্ড করে দিয়ে সেই সুযোগটিকে দারুণভাবে কাজে লাগালেন তরুণ তুর্কী। ১ বল বাকী থাকতেই ৩১১ রানে অলআউট হলো শ্রীলঙ্কা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "স্পিডস্টার তাসকিনের হ্যাটট্রিক!"

Leave a comment

Your email address will not be published.


*