শিরোনাম

স্মিথের পর ম্যাক্সওয়েলের সেঞ্চুরি

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট করছে অস্ট্রেলিয়া। অজি টেস্ট দলে প্রায় দুই বছরের বেশি সময় পরে দলে জায়গা ফিরে পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘদিন পরে দলে ফিরেই তিনি দেখা পেয়েছেন সেঞ্চুরির। শুক্রবার সকালে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান সাদা পোশাকে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
জয়ন্ত যাদবের বলে চার মেরে শতরান পূরণ করেছেন ম্যাক্সওয়েল। ১৮০ বলে ৯ চার আর ২ ছয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরি। করার পরেই অবশ্য সাজঘরে ফিরে গিয়েছেন ১০৪ রানে। রবিন্দ্র জাদেজার বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন স্টিভেন স্মিথ। আর তাতেই রাঁচিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই হাঁটছে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট অব্দি তাদের স্কোর ৫ উইকেটে ৩৪১ রান। অজি অধিনায়ক স্মিথ ১৩৪ ও ম্যাথু ওয়েড ১ রানে ব্যাট করছেন।
প্রথম দিনে দারুণ শুরুর পর একসময় ১৪০ রানেই ৪ উইকেট খুইয়েছিল অস্ট্রেলিয়া। তারপর স্মিথের সঙ্গে জুটি গড়েন ম্যাক্সওয়েল। পঞ্চম উইকেটে দুজনে মিলে যোগ করেছেন ১৯১ রান। জুটিতে ম্যাক্সওয়েলের অবদান ১০৪ আর স্মিথের ৭৬ রান। জুটি ভেঙেছে ৩৩১ রানে।
৪ উইকেটে ২৯৯ রানে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছিল সফরকারী অস্ট্রেলিয়া। স্মিথ ১১৭ ও ম্যাক্সওয়েল ৮২ রানে অপরাজিত ছিলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "স্মিথের পর ম্যাক্সওয়েলের সেঞ্চুরি"

Leave a comment

Your email address will not be published.


*