নিউজ ডেস্ক : স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রবিবার সকালে স্মৃতিসৌধে আসার পর সাড়ে ৯টায় তিনি স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও শামা ওবায়েদ এ সময় চেয়ারপারসনের সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “যে জন্য আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলাম, মানুষের সেই স্বাধীনতা আজ নেই, মানুষের ভোটের অধিকার নেই। যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেই স্বপ্ন নিয়ে খালেদা জিয়ারর নেতৃত্বে গণতন্ত্র রক্ষা করব। ”
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ মানুষের জীবন আজ দুর্বিষহ। সাধারণ মানুষের কথা বলা, গণতন্ত্র যেভাবে পাকিস্তানিরা কেড়ে নিয়েছিল, সেভাবে বর্তমান আওয়ামী লীগ সরকারও কেড়ে নিয়েছে”
এই বিএনপি নেতা বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় যে অন্তর্নিহিত শক্তি নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেভাবে দেশের সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামকে সেই অন্তর্নিহিত শক্তি দিয়েই এগিয়ে নিয়ে যাব। ”
Be the first to comment on "স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা"